গীত 51:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা; ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আল্লাহ্র কোরবানী হল ভগ্ন রূহ্; হে আল্লাহ্, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ভগ্ন আত্মা আমার নৈবেদ্য, হে ঈশ্বর; ভগ্ন ও অনুতপ্ত হৃদয় হে ঈশ্বর, তুমি তুচ্ছ করবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 হে ঈশ্বর, তোমার চরণে আমি করি নিবেদন আমার বিনম্র হৃদয় আপন হাতে যাকে তুমি করেছ শোধন, অনুতাপে দগ্ধ সেই বিচূর্ণ হৃদয় –তাকে তুমি করবে না প্রত্যাখ্যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঈশ্বর যে বলি চান তা হল এক অনুতপ্ত আত্মা। হে ঈশ্বর, যদি একজন লোক নম্র হৃদয়ে ও বশ্যতার মন নিয়ে আপনার কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন না। অধ্যায় দেখুন |