গীত 44:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তুমি জাতিদের মধ্যে আমাদের অপমান করেছ, লোকেদের মধ্যে মাথাকে কম্পন করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ, লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 অইহুদিদের আছে তুমি আমাদের রসিকতার বস্তু করে তুলেছ; তারা অবজ্ঞায় আমাদের প্রতি তাদের মাথা নাড়ায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 অন্যান্য জাতির কাছে তুমি আমাদের করেছ নিতান্তই তুচ্ছ, করেছ আমাদের অবজ্ঞার পাত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তুমি জাতিগণের মধ্যে আমাদিগকে প্রবাদের বিষয়, লোকবৃন্দের মধ্যে শিরশ্চালনের আস্পদ করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত। এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িয়ে হাসে। অধ্যায় দেখুন |