গীত 44:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কার করেছ, আমাদের চারপাশে লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কারের বিষয়, আমাদের চারদিকের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের পাত্র করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের নিন্দাস্পদ আর আমাদের চারপাশের লোকেদের কাছে ঘৃণা ও উপহাসের পাত্র করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র, তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তুমি আমাদের প্রতিবাসিগণের কাছে আমাদিগকে তিরস্কারের বিষয়, আমাদের চতুর্দ্দিক্স্থিত লোকদের উপহাস ও বিদ্রূপের পাত্র করিতেছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্যাস্পদ করে তুললেন। ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে। অধ্যায় দেখুন |