গীত 37:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 সদাপ্রভুু তাকে দুষ্ট লোকেদের হাতে ছেড়ে দেবেন না, বিচারের দিন ও তাকে দোষী করবেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না, তার বিচারকালে তাকে দোষী করবেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 কিন্তু প্রভু ধার্মিককে তার হাতে করবেন না সমর্পণ, বিচারে তাকে দোষী সাব্যস্ত হতে দেবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 সদাপ্রভু তাহাকে উহার হস্তে ছাড়িয়া দিবেন না, তাহার বিচারকালে তাহাকে দোষী করিবেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 সৎ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ লোকদের ত্যাগ করেন না। ঈশ্বর কখনই সৎ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না। অধ্যায় দেখুন |