গীত 37:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 দুষ্টলোক ধার্মিক ব্যক্তির প্রতি লক্ষ্য রাখে এবং তাকে হত্যা করতে চায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে, তাকে খুন করতে চেষ্টা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে, সে তাদের হত্যা করার চেষ্টা করে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাকে বধ করার চেষ্টা করে সে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতি লক্ষ্য রাখে, তাহাকে বধ করিতে চেষ্টা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে। অধ্যায় দেখুন |