গীত 37:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 ধার্ম্মিকদের মুখ জ্ঞানের কথা বলে এবং তাদের জিহ্বা ন্যায়বিচারের কথা বলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে, তাদের জিভ যা ন্যায্য তাই বলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 ধার্মিক জ্ঞানের কথা বলে তার ওষ্ঠাধর উচ্চারণ করে ন্যায়ের বাণী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 ধার্ম্মিকের মুখ জ্ঞানের কথা বলে, তাহার জিহ্বা ন্যায়বিচারের কথা কহে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 একজন সৎ লোক সর্বদাই সুপরামর্শ দেয়। সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়। অধ্যায় দেখুন |