গীত 31:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কারণ আমি অনেকের গুঞ্জন শুনলাম। তারা আমার বিরুদ্ধে একসঙ্গে চক্রান্ত করে। তারা আমার জীবন নষ্ট করার পরিকল্পনা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি, চারদিকেই ভয়; তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে। আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ আমি অনেককে চুপিচুপি কথা বলতে শুনি, “চারিদিকে সন্ত্রাস!” ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমার জীবন নেওয়ার চক্রান্ত করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমি শুনতে পাচ্ছি, অনেকের কানাকানি, আতঙ্ক ঘিরে ধরেছে আমায়, আমার বিরুদ্ধে ওরা করছে চক্রান্ত, করছে ষড়যন্ত্র আমার জীবন নাশের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি, চারিদিকেই ভয়; তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে। আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি। ঐসব লোক আমার বিরুদ্ধে গেছে। ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে। অধ্যায় দেখুন |