গীত 3:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সদাপ্রভুু! ওঠ, আমার ঈশ্বর! আমাকে রক্ষা কর, কারণ তুমি আমার সমস্ত শত্রুদের চোয়ালে আঘাত করবে, তুমি দুষ্টদের দাঁত ভাঙ্গবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, উঠ; হে আমার আল্লাহ্ আমার উদ্ধার কর; কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ, তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হে সদাপ্রভু, জেগে ওঠো! আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো! আমার সব শত্রুর মুখে আঘাত করো; দুষ্টদের দাঁত ভেঙে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর; কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু, উঠে দাঁড়ান। হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন। অধ্যায় দেখুন |