গীত 29:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সদাপ্রভুুর স্বর হরিণীকে কম্পমান করায়; বনকে পাতা বিহীন করে; কিন্তু তাঁর মন্দিরে সবাই বলে, “মহিমা!” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 মাবুদের কণ্ঠস্বর হরিণীদেরকে প্রসব করাচ্ছে, বনরাজিকে পত্রহীন করাচ্ছে; আর তাঁর বায়তুল মোকাদ্দসে সবাই বলছে, “আল্লাহ্র গৌরব।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয় এবং অরণ্য অনাবৃত করে। এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 প্রভুর ভীম গর্জনে ভীত হরিণীরা অকালে করে প্রসব, ঝরে যায় অরণ্যের পত্ররাশি, মন্দিরে সকলে করে তাঁর ভয়ালরূপের বন্দনা গান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইতেছে, বনরাজিকে পত্রহীন করিতেছে; আর তাঁহার মন্দিরে সকলই বলিতেছে, গৌরব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়। প্রভু বনস্থলী ধ্বংস করেন। কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়। অধ্যায় দেখুন |