Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 25:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আমার দিকে তাকাও এবং আমার প্রতি দয়া কর, কারণ আমি একা ও দুঃখী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আমার প্রতি দৃষ্টি ফিরাও, আমার প্রতি রহম কর, কেননা আমি একাকী ও দুঃখী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 আমার প্রতি ফিরে চাও ও আমায় কৃপা করো, কারণ আমি একাকী ও পীড়িত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 হে প্রভু পরমেশ্বর, আমার দিকে ফিরে চাও, কৃপা কর আমায়, বড়ই দুঃখী আমি, নিঃসঙ্গ, নিরুপায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমার প্রতি ফির, আমার প্রতি কৃপা কর, কেননা আমি একাকী ও দুঃখী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ। আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন।

অধ্যায় দেখুন কপি




গীত 25:16
12 ক্রস রেফারেন্স  

আমার প্রতি ফের এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে রক্ষা কর।


তুমি আবার আমাদের উপর অনুগ্রহশীল হবে; তুমি আমাদের অপরাধ তোমার পায়ের নিচে চূর্ণ করবে। তুমি আমাদের সব পাপ সমুদ্রের গভীরে ফেলে দেব।


এখন, হে আমাদের ঈশ্বর, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধ শোন। হে প্রভু, তোমার জন্য, তোমার মুখ উজ্জ্বল কর সেই পবিত্র স্থানের জন্য যা পরিত্যক্ত হয়ে পড়ে আছে।


এতে আমার আত্মা ভেতরে দুর্বল হয়েছে, আমার হৃদয় হতাশ হয়েছে।


ঈশ্বর, তুমি আমাকে ত্যাগ করেছ; আমাদের ভেঙ্গেছ; তুমি রাগ করেছ; আবার আমাদের ফিরিয়ে আন।


তারপর আমি তোমার কাছে পাপ স্বীকার করলাম এবং আমি আর আমায় অন্যায় লুকিয়ে রাখলাম না। আমি বললাম, আমি সদাপ্রভুু কাছে আমার পাপ স্বীকার করবো, আর তুমি আমার পাপের অপরাধ ক্ষমা করলে। সেলা


হে সদাপ্রভুু, শোন, আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী ও দরিদ্র।


কারণ আমি দুঃখী এবং গরিব এবং আমার হৃদয় আহত হয়েছে।


আমার দিকে ফের এবং আমায় দয়া কর, যেমন তুমি সব দিন করে থাক তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন