গীত 18:50 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী50 ঈশ্বর তাঁর রাজাকে মহা বিজয় দেন এবং তিনি তাঁর অভিষিক্তকে চুক্তির বিশ্বস্ততা দেখান, যুগে যুগে দায়ূদের ও তার বংশের প্রতিও দেখান। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস50 তিনি তাঁর বাদশাহ্কে মহাবিজয় দান করেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির প্রতি অটল মহব্বত প্রকাশ করেন, যুগে যুগে দাউদ ও তার বংশের প্রতি রহম করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ50 তিনি তাঁর রাজাকে মহান বিজয় প্রদান করেন; তাঁর অভিষিক্ত দাউদ ও তাঁর বংশধরদের প্রতি তিনি চিরকাল তাঁর অবিচল প্রেম প্রদর্শন করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)50 তোমারই প্রসাদে রাজা হয় ভূষিত বিজয় গৌরবে। তোমার অভিষিক্ত রাজা দাউদ এবং তাঁর কুলের সঙ্গে বিচ্ছিন্ন হবে না তাঁর প্রেমের বন্ধন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)50 তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল50 প্রভু তাঁর মনোনীত রাজাকে বহু যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন! তাঁর মনোনীত রাজার প্রতি তিনি প্রকৃত ভালোবাসা দেখান। তিনি দায়ূদ এবং তাঁর উত্তরপুরুষদের প্রতি চিরদিন বিশ্বস্ত থাকবেন! অধ্যায় দেখুন |