গীত 18:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তিনি আমার পা হরিণের মত দ্রুত করেন এবং পাহাড়ের উপরে আমাকে স্থাপন করেন! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 তিনি আমার চরণ হরিণীর চরণের মত করেন, উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তিনি আমার পা হরিণের পায়ের মতো করেন; উঁচু স্থানে দাঁড়াতে আমাকে সক্ষম করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 তিনি হরিণীর মত ক্ষিপ্রগতি করেছেন আমার চরণযুগল, নিরাপদ পর্বতশীর্ষে রেখেছন আমায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 ঈশ্বর আমাকে হরিণের মত দ্রুত দৌড়তে সাহায্য করেন। উচ্চস্থানে তিনিই আমাকে অবিচল রাখেন। অধ্যায় দেখুন |