গীত 150:3 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী3 তাঁর প্রশংসা কর শিঙা বাজিয়ে; বাঁশী এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তূরীধ্বনিসহ তাঁর প্রশংসা কর; নেবল ও বীণাযন্ত্রে তাঁর প্রশংসা কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো, বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুরীধ্বনি সহযোগে তাঁর প্রশস্তি কর, সপ্ততন্ত্রী ও বীণার ঝঙ্কারে তাঁর প্রশস্তি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তূরীধ্বনি-সহ তাঁহার প্রশংসা কর; নেবল ও বীণাযন্ত্রে তাঁহার প্রশংসা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 শিঙা ও বাঁশির সাহায্যে তাঁর প্রশংসা কর! বীণা ও লীরা বাজিয়ে তাঁর প্রশংসা কর! অধ্যায় দেখুন |
সেই তূরীবাদকেরা ও গায়কেরা সবাই একসাথে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করার জন্য একজন ব্যক্তির মত উপস্থিত ছিল এবং যখন তারা তূরী ও করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে মহাশব্দ করে তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী, এই কথা বলে সদাপ্রভুর প্রশংসা করল, তখন বাড়ি, সদাপ্রভুর বাড়ি মেঘে এমন ভরে গেল যে,