গীত 147:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কারণ তিনি তোমার দরজার খিল শক্তিশালী করে দিয়েছেন, তিনি তোমার মধ্যে তোমার শিশুদের আশীর্বাদ করেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কেননা তিনি তোমার দ্বারের সমস্ত অর্গল দৃঢ় করে দিয়েছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানদেরকে দোয়া করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কারণ তিনি তোমার দরজার খিল দৃঢ় করেন, এবং তিনি তোমার মধ্যে তোমার লোকেদের আশীর্বাদ করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তিনি সুদৃঢ় করেছেন তোমার তোরণসমূহের অর্গল, তোমার মাঝে যাদের বাস তিনি তাদের করেছেন আশীর্বাদ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্ব্বাদ করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 জেরুশালেম, তোমার ফটকগুলিকে ঈশ্বর দৃঢ় করেছেন এবং তোমার শহরের লোকজনকে ঈশ্বর আশীর্বাদ করেন। অধ্যায় দেখুন |
আর আমি তাঁদেরকে বললাম, “যতক্ষণ রোদ বেশী না হয়, ততক্ষণ যিরূশালেমের দরজাগুলো যেন খোলা না হয় এবং রক্ষীরা কাছে দাঁড়িয়ে থাকতে দরজাগুলো সব বন্ধ করা ও হুড়কা দেওয়া হয় এবং তোমরা যিরূশালেমের বাসিন্দাদের মধ্য থেকে যেন পাহারাদার নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজের নিজের পাহারা দেবার জায়গায়, নিজের নিজের ঘরের সামনে থাকুক।”