গীত 144:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 বিদ্যুতের চমক পাঠাও এবং আমার শত্রুদের ছিন্নভিন্ন কর, তোমার বান ছোড়ো এবং পরাজিত করে পিছনে পাঠাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 বিদ্যুৎ নিক্ষেপ কর, ওদেরকে ছিন্নভিন্ন কর, তোমার তীর নিক্ষেপ কর, ওদেরকে সংহার কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো; তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 বিদ্যুৎ হেনে তুমি কর তাদের ছত্রভঙ্গ, বিধ্বস্ত কর শরাঘাতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 বিদ্যুৎ নিক্ষেপ কর, উহাদিগকে ছিন্নভিন্ন কর, তোমার বাণ ছাড়, উহাদিগকে সংহার কর অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 হে প্রভু, আপনি বিদ্যুতের চমক পাঠান এবং আমার শত্রুদের ছত্রভঙ্গ করুন। আপনার “তীরগুলি” নিক্ষেপ করুন এবং তাদের পালাতে বাধ্য করুন। অধ্যায় দেখুন |