Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 144:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 কারণ আকাশমণ্ডল নিচু কর এবং নামিয়ে আন, সদাপ্রভুু; পর্বতকে স্পর্শ কর, তাদের ধোঁয়া কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 হে মাবুদ, তোমার আসমান অবনত করে নেমে এসো; পর্বতমালাকে স্পর্শ কর, তারা ধূমায়িত হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো; পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 হে প্রভু পরমেশ্বর, আকাশমণ্ডল আনত করে নেমে এস তুমি, স্পর্শ কর পর্বতশ্রেণীকে, তারা হবে ধূমায়মান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 হে সদাপ্রভু, তোমার আকাশমণ্ডল নোয়াইয়া নামিয়া আইস; পর্ব্বতগণকে স্পর্শ কর, তাহারা ধূমাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু, আকাশ বিদীর্ণ করে নেমে আসুন। পর্বত স্পর্শ করুন, পর্বত থেকে ধোঁয়া বেরিয়ে আসবে।

অধ্যায় দেখুন কপি




গীত 144:5
8 ক্রস রেফারেন্স  

তিনি পৃথিবীর দিকে তাকান এবং তা কাঁপে; তিনি পর্বতদেরকে স্পর্শ করেন এবং তারা ধুঁয়া হয়।


তিনি আকাশকে নত করেন এবং নিচে নেমে এলেন ও ঘন অন্ধকার তাঁর পায়ের নিচে ছিল।


সীনয় পর্বত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল।


কারণ তোমরা সেই পর্বত স্পর্শ ও আগুনে প্রজ্বলিত পর্বত, অন্ধকার, বিষাদ এবং ঝড় এই সবের কাছে আসনি।


তিনি যিনি করূবের চরে উড়ছেন, তিনি বাতাসের ডানার উপরে উড়ে আসেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন