Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 141:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 নিশ্চয়ই, আমার চোখ তোমার ওপরে আছে, সদাপ্রভুু প্রভু, আমি তোমারই শরনাগত, আমার আত্মা অসহায় অবস্থায় ত্যাগ করো না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 বাস্তবিক, হে সার্বভৌম মাবুদ, আমার চোখ তোমার দিকে নিবদ্ধ; আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি, আমার প্রাণ বিনষ্ট করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কিন্তু হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তোমার দিকেই নিবদ্ধ আমার দৃষ্টি, তোমারই শরণাগত আমি, আমার জীবন করো না বিপন্ন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু, আমার চক্ষু তোমার দিকে আছে; আমি তোমারই শরণাগত, আমার প্রাণ ঢালিয়া ফেলিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি। আমি আপনাকে বিশ্বাস করি। আমাকে মরে যেতে দেবেন না।

অধ্যায় দেখুন কপি




গীত 141:8
9 ক্রস রেফারেন্স  

হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের বিচার করবে না? আমাদের বিরুদ্ধে ঐ যে বিরাট সৈন্যদল আসছে, তাদের বিরুদ্ধে আমাদের তো নিজের কোনো শক্তি নেই; কি করতে হবে, তাও আমরা জানি না; আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি।”


“নির্যাতিতরা ও অভাবগ্রস্তরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেছে। আমি, সদাপ্রভু, তাদের প্রার্থনার উত্তর দেব; আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের ত্যাগ করব না।


আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।


ঐ দিন তিনি দীনহীনদের প্রার্থনার উত্তর দেবেন; তিনি তাদের প্রার্থনা বাতিল করবেন না।


তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন এবং যাতে তুমি মারা না যাও, যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। ধন্য তারা, যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।


আমি সদাপ্রভুুতে আশ্রয় গ্রহণ করেছি; কিভাবে তুমি আমার প্রাণকে বলবে, “পাখির মত উড়ে পর্বতে যাও?”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন