গীত 129:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 যা শস্যকাটা লোকের হাত পূর্ণ করে না অথবা আঁটি বাঁধা লোকের বুক ভরে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 শস্যকর্তনকারী তাতে নিজের মুঠি ভরতে পারে না, আঁটিবন্ধনকারী তার কোঁচড়ও পূর্ণ করতে পারে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 শস্যচ্ছেদক এসব দিয়ে তার হাত ভর্তি করতে পারে না, যে আঁটি বাঁধে সেও এসব দিয়ে তার কোল ভরাতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কোন ছেদনকারী সংগ্রহ করে না সেই শৈবাল, বোঝা বেঁধে নিয়ে যায় না তো ঘরে কেউ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 শস্যচ্ছেদক তাহাতে আপন হস্ত, আটিবন্ধনকারী আপন ক্রোড় পূর্ণ করে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 একজন শ্রমিক সেই ঘাস থেকে এক মুঠো দানাও পায় না। এক গাদা দানার জন্য সেখানে যথেষ্ট ছিল না। অধ্যায় দেখুন |