গীত 129:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 “প্রায়ই আমার প্রথম অবস্থা থেকে তারা আমাকে আক্রান্ত করেছে”, ইস্রায়েল একথা বলুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আমার বাল্যকাল থেকে লোকে আমার উপর অনেক জুলুম করেছে, —ইসরাইল এই কথা বলুক— অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “আমার যৌবনকাল থেকে তারা আমাকে অনেক নির্যাতন করেছে,” ইস্রায়েল বলুক; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 “বাল্যকাল থেকেই লোকে আমাকে করেছে বহু নির্যাতন।’’ ইসরায়েল বলুক এ কথা— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আমার বাল্যকাল হইতে লোকে আমাকে অনেক পীড়ন করিয়াছে, ইস্রায়েল এই কথা বলুক, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সারা জীবন ধরে আমার অনেক শত্রু ছিলো। হে ইস্রায়েল, আমাকে ঐ শত্রুদের সম্পর্কে বল। অধ্যায় দেখুন |