Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 120:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 অনেক দিন ধরে আমি এমন লোকেদের সঙ্গে থাকতাম, যারা শান্তি ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সঙ্গে বসবাস করেছে, যে শান্তি ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 যারা শান্তি ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বসবাস করেছি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বহুকাল আমি বাস করছি এমন লোকের মাঝে, যারা শান্তিকে করে ঘৃণা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে, যে সন্ধি ঘৃণা করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 যারা শান্তিকে ঘৃণা করে তেমন লোকদের সঙ্গে আমি দীর্ঘদিন বাস করেছি।

অধ্যায় দেখুন কপি




গীত 120:6
6 ক্রস রেফারেন্স  

দেখ, নেকড়েদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি; অতএব তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো অমায়িক হও।


এবং তুমি, মানুষের সন্তান, তাদের কথায় ভয় পেয়ো না। ভয় পেয়ো না, যদিও তুমি কাঁটা গাছের ঝোপ ও কাঁটার সঙ্গে আছো এবং তুমি কাঁকড়াবিছের মধ্যে বাস করছো। তাদের কথায় ভয় পেয়ো না অথবা তাদের মুখ দেখে আতঙ্কিত হয়ো না, তারা বিদ্রোহী গৃহ।


আমি শত্রুদের মধ্যে আছি যারা সিংহের ন্যায় হচ্ছে, যারা লোভীর ন্যায় লোকেদের গ্রাস করবে; আগুনের মধ্যে যারা থাকে তাদের সাথে আমি অবস্হান করি, সেই মানব সন্তান, যার দাঁতগুলো বর্শা এবং তীর এবং তাদের জিভ তীক্ষ্ণ তরোয়াল।


আর নিজের নিজের পরিবারের লোকেরা মানুষের শত্রু হবে।


কারণ আগে আমরাও বোকা, অবাধ্য, বুদ্ধিহীন, নানারকম নোঙরা আনন্দে ও সুখভোগের দাসত্বে, হিংসাতে ও দুষ্টতায় দিন কাটিয়েছি, ঘৃণার যোগ্য ছিলাম ও একজন অন্যকে হিংসা করতাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন