গীত 119:64 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী64 হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ; আমাকে তোমার বিধির শিক্ষা দাও। টেট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস64 তোমার অটল মহব্বতে, হে মাবুদ, দুনিয়া পরিপূর্ণ, আমাকে তোমার বিধিগুলো শিক্ষা দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ64 হে সদাপ্রভু, এই পৃথিবী তোমার প্রেমে পূর্ণ, তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)64 হে প্রভু তোমার করুণায় পরিপূর্ণ এ ধরণীতল, শিখাও আমায় তোমার বিধিবিধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)64 তোমার দয়াতে, হে সদাপ্রভু, পৃথিবী পরিপূর্ণ, আমাকে তোমার বিধিকলাপ শিক্ষা দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল64 প্রভু, আপনার প্রকৃত প্রেম পৃথিবীকে পূর্ণ করে। আমায় আপনার বিধিগুলো শেখান। অধ্যায় দেখুন |