গীত 119:48 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী48 আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, যা আমি ভালবাসি; আমি তোমার বিধি ধ্যান করব। সয়িন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস48 আমি তোমার হুকুমগুলোকে সম্মান করি, সেসব আমি ভালবাসি, আমি তোমার বিধিগুলো ধ্যান করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ48 আমি তোমার নির্দেশাবলি সম্মান করি ও ভালোবাসি, আমি তোমার বিধিনিয়মে ধ্যান করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)48 আমার প্রিয় এই নির্দেশগুলির প্রতি আমি করব শ্রদ্ধা নিবেদন, সেগুলি আমি ভালবাসি, তোমার অনুশাসন আমি সতত করব ধ্যান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)48 আমি তোমার আজ্ঞা সকলের কাছে অঞ্জলি উঠাইব, সে সকল আমি ভালবাসি, আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল48 প্রভু, আপনার আজ্ঞাগুলোর প্রশংসা করি। আমি সেগুলোকে ভালোবাসি এবং সেগুলো অনুধাবন করি। অধ্যায় দেখুন |