Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:44 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 আমি সতত তোমার শরীয়ত পালন করবো, যুগে যুগে চিরকাল করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 আমি চিরকাল তোমার বিধান পালন করব, যুগে যুগে চিরকাল করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

44 আমি সতত পালন করব তোমার বিধান যুগে যুগে, চিরকাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 আমি সতত তোমার ব্যবস্থা পালন করিব, যুগে যুগে চিরকাল করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 প্রভু, আমি চিরদিন আপনার শিক্ষামালাগুলো অনুসরণ করবো।

অধ্যায় দেখুন কপি




গীত 119:44
5 ক্রস রেফারেন্স  

যে ধার্মিক নয়, সে এর পরেও অধর্ম্মের কাজ করুক। যে জঘন্য, সে এর পরেও জঘন্য থাকুক। এবং যে ধার্মিক তাকে যা কিছু ধর্মের সেটাই করতে দিন। যে পবিত্র লোক, তাকে এর পরেও পবিত্র থাকতে দিন।


সেইজন্য তারা ঈশ্বরের সিংহাসনের সামনে আছে এবং তারা দিন রাত তাঁর উপাসনা ঘরে তাঁর উপাসনা করে। যিনি সিংহাসনের ওপরে বসে আছেন তিনি এদের ওপরে নিজের তাঁবু খাটাবেন।


হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।


আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে, চিরকালের জন্য, শেষ পর্যন্ত। সামক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন