গীত 119:37 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী37 মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 মূল্যহীন দর্শন থেকে আমার চোখ ফিরাও, তোমার পথে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 মূল্যহীন বস্তু থেকে আমার দৃষ্টি ফেরাও, তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 মায়ার দর্শন থেকে ফিরাও দৃষ্টি আমার সঞ্জীবিত কর আমায়, পূর্ণ হোক তোমার অঙ্গীকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 অলীকতা দর্শন হইতে আমার চক্ষু ফিরাও, তোমার পথে আমাকে সঞ্জীবিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 প্রভু, অসার বিষয়ের দিকে আমাকে তাকাতে দেবেন না। আপনার পথে বাঁচতে আমায় সাহায্য করুন। অধ্যায় দেখুন |