গীত 119:26 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী26 আমি আমার পথের কথা তোমায় বলেছি এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধি আমাকে শেখাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 আমি আমার পথগুলোর কথা বললাম, আর তুমি আমাকে উত্তর দিয়েছ, তোমার বিধিগুলো আমাকে শিক্ষা দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি আর তুমি আমাকে উত্তর দিয়েছ; তোমার নির্দেশাবলি আমাকে শিক্ষা দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 যা কিছু করেছি আমি সবই বলেছি তোমায়, আর তুমি দিয়েছ সাড়া এবার শিখাও আমায় তোমার অনুশাসন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 আমি আপন পথসমূহের কথা বলিলাম, আর তুমি আমাকে উত্তর দিয়াছ, তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 আমার জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন। এখন আমাকে আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন। অধ্যায় দেখুন |