গীত 119:176 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী176 আমি হারানো মেষের মত হয়েছি; তোমার দাসের অন্বেষণ কর; কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস176 আমি হারানো ভেড়ার মত ভ্রান্ত হয়েছি; নিজের গোলামের খোঁজ কর; কেননা আমি তোমার হুকুমনামা ভুলে যাই নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ176 আমি হারিয়ে যাওয়া মেষের মতো বিপথে গিয়েছি। তোমার দাসের অন্বেষণ করো, কারণ আমি তোমার আদেশগুলি ভুলে যাইনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)176 যদিও আমি পথভ্রান্ত এক মেষের মত, এস, প্রভু, কর অন্বেষণ তোমার দাসের, আমি তো ভুলিনি তোমার আদেশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)176 আমি হারাণ মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছি; নিজ দাসের অন্বেষণ কর; কেননা আমি তোমার আজ্ঞাকলাপ ভুলিয়া যাই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল176 হারিয়ে যাওয়া মেষের মত আমি ঘুরে বেড়াচ্ছিলাম অতি দূরে। হে প্রভু, আমায় খুঁজতে আসুন। আমি আপনার দাস এবং আমি আপনার আজ্ঞাগুলি ভুলে যাই নি। অধ্যায় দেখুন |