গীত 119:174 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী174 সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস174 হে মাবুদ, আমি তোমার উদ্ধারের আকাঙ্খা করেছি, এবং তোমার শরীয়ত আমার হর্ষজনক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ174 হে সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের প্রতীক্ষায় আছি, আর তোমার আইনব্যবস্থা আমাকে আনন্দ দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)174 হে প্রভু পরমেশ্বর, ব্যাকুল আমার প্রাণ, কবে তুমি উদ্ধার করবে আমায়, তোমার বিধান পালনেই আমার অসীম আনন্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)174 সদাপ্রভু, আমি তোমার পরিত্রাণের আকাঙ্ক্ষা করিয়াছি, এবং তোমার ব্যবস্থা আমার হর্ষজনক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল174 হে প্রভু, আমি চাই আপনি আমায় রক্ষা করুন। আপনার শিক্ষামালা আমাকে সুখী করে। অধ্যায় দেখুন |