গীত 119:173 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী173 তোমার হাত আমায় সাহায্য করুক; কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস173 তোমার হাত আমার সহকারী হোক; কেননা আমি তোমার আদেশমালা মান্য করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ173 তোমার হাত আমাকে সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকে, কারণ আমি তোমার বিধিগুলি বেছে নিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)173 নিত্য তুমি হও আমার সহায়, তোমার আদেশ পালনেই অপার আনন্দ আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)173 তোমার হস্ত আমার সহকারী হউক; কেননা আমি তোমার নিদেশমালা মনোনীত করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল173 আমি স্থির করেছি আপনার আজ্ঞাই মান্য করবো। তাই এগিয়ে আসুন এবং আমায় সাহায্য করুন। অধ্যায় দেখুন |