Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 119:145 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

145 হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

145 আমি সর্বান্তঃকরণে ডেকেছি; হে মাবুদ, আমাকে উত্তর দাও, আমি তোমার বিধিগুলো পালন করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

145 হে সদাপ্রভু, আমি সমস্ত অন্তর দিয়ে তোমাকে ডাকি, আমাকে উত্তর দাও, এবং আমি তোমার আজ্ঞাগুলি পালন করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

145 সমগ্র অন্তর দিয়ে আমি ডাকি তোমায়, হে প্রভু পরমেশ্বর, তুমি সাড়া দাও, আমি মেনে চলব তোমার অনুশাসন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

145 আমি সর্ব্বান্তঃকরণে ডাকিয়াছি; হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, আমি তোমার বিধিকলাপ পালন করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

145 হে প্রভু, আমার সর্বান্তঃকরণ দিয়ে আমি আপনাকে ডাকছি, আমায় উত্তর দিন! আমি আপনার সমস্ত আজ্ঞাগুলি মান্য করব।

অধ্যায় দেখুন কপি




গীত 119:145
14 ক্রস রেফারেন্স  

আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।


কারণ তোমরা আমার খোঁজ করবে ও আমাকে খুঁজে পাবে, যেহেতু তোমরা আমাকে তোমাদের হৃদয় দিয়ে খোঁজ করবে।


আমি শপথ করেছি এবং স্থির করেছি, যে আমি তোমার বিধি পালন করব।


আমার প্রার্থনা শোন, সদাপ্রভুু; শোন আমার কান্না।


মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও; যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি।


আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, যুগে যুগে চিরকাল করব।


তোমার দাসকে আনন্দিত কর, কারণ হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ তুলে ধরি।


লোকরা সব দিন তাতে বিশ্বাস করে, তাঁর সামনে তোমাদের মনের কথা ভেঙে বল; ঈশ্বরই আমাদের জন্য আশ্রয়। সেলা


হান্না উত্তরে বললেন, “হে আমার প্রভু, তা নয়। আমি দুঃখিনী স্ত্রী, আমি আংগুর-রস কিংবা মদ পান করি নি। সদাপ্রভুর সামনে আমার মনের কথা ভেঙে বলেছি।


হান্না প্রচণ্ড দুঃখে সদাপ্রভুর কাছে কাতর স্বরে কেঁদে প্রার্থনা করতে লাগলেন।


আমি তোমার বিধি পালন করব; আমাকে একা ছেড়ে দিও না। বৈৎ।


আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে অনুরোধ করি তোমার দয়া পাবার; তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, আমার প্রতি কৃপা কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন