গীত 116:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 বিনয় করি, সদাপ্রভুু, আমি তোমার দাস; আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে; তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আরজ করি, হে মাবুদ, আমি তোমার গোলাম; আমি তোমার গোলাম, তোমার বাঁদীর পুত্র; তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 সত্যিই আমি তোমার দাস, হে সদাপ্রভু; যেমন আমার মা করেছিলেন, আমিও তোমার সেবা করব; আমার শিকল থেকে তুমি আমাকে মুক্ত করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 হে প্রভু পরমেশ্বর আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র আমি, সেবক তোমার, সকল বন্ধন থেকে আমায় তুমিই করেছ মুক্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস; আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র; তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান। প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন! অধ্যায় দেখুন |