গীত 112:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 সে খারাপ খবরে ভয় পায় না, সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অশুভ সংবাদেও সে ভয় করবে না; তার অন্তর স্থির, তা মাবুদের উপর নির্ভর করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 অশুভ সংবাদে সে ভয় করবে না; তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অশুভ সংবাদে সে হয় না ভীত, তার চিত্ত সুস্থির, প্রভুর উপরে তার গভীর আস্থা, ভয়ে বা উৎকণ্ঠায় সে অতিষ্ঠ হয় না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অশুভ সংবাদেও সে ভয় করিবে না; তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 সে দুঃসংবাদে ভীত হবে না। সে তার নিজের বিশ্বাসে দৃঢ় কেননা সে প্রভুতে আস্থা রাখে। অধ্যায় দেখুন |