গীত 111:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 সদাপ্রভুুকে সম্মান করা প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তাঁর নির্দেশ মেনে চলে সে ভালো বুদ্ধি পায়; তাঁর প্রশংসা অনন্তকাল স্থায়ী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 মাবুদের ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তদনুযায়ী কাজ করে, সে সুবুদ্ধি পায়; তাঁর প্রশংসা নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে। তাঁর প্রশংসা নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধেই প্রজ্ঞার সূজনা, যারা মেনে চলে তাঁর অনুশাসন, তারাই লাভ করে সেই প্রজ্ঞা তাঁর প্রশংসা হোক নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেহ তদনুযায়ী কর্ম্ম করে, সে সদ্বুদ্ধি পায়; তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ঈশ্বরের প্রতি ভয় এবং শ্রদ্ধা থেকেই প্রজ্ঞার সূত্রপাত হয়। যারা ঈশ্বরকে মান্য করে তারা খুব বিচক্ষণ। চিরদিন ঈশ্বরের প্রতি প্রশংসাগীত গাওয়া হবে। অধ্যায় দেখুন |