গীত 109:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তার পূর্ব পুরুষদের পাপ সদাপ্রভুুর কাছে উল্লেখ থাকুক, তার মায়ের পাপ ভুলে না যাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক, তার মায়ের গুনাহ্ মুছে না যাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সদাপ্রভু যেন তার পূর্বপুরুষদের অপরাধ স্মরণে রাখেন; তার মায়ের পাপ যেন কখনও মুছে না যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তার পিতৃপুরুষদের অধর্মাচরণ স্মরণে রাখুন প্রভু পরমেশ্বর, তার মাতৃকলঙ্ক যেন না হয় অপসারিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তাহার পিতৃগণের অধর্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রভু যেন আমার শত্রুর পূর্বপুরুষদের পাপ সম্পর্কে অবগত হোন। ওর মায়ের পাপও যেন কখনও ধুয়ে না যায়। অধ্যায় দেখুন |