Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 108:2 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ঘুম থেকে ওঠো, বাঁশী এবং বীণা; আমি ঊষাকে জাগাব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 জাগ্রত হও, নেবল ও বীণা; আমি ঊষাকে জাগ্রত করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 জেগে ওঠো, বীণা ও সুরবাহার! আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বেজে ওঠ হে বীণা, ঝঙ্কার তোল হে সপ্ততন্ত্রী আমি গাইব প্রভাতের জাগরণী গান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 জাগ্রৎ হও, নেবল ও বীণা; আমি ঊষাকে জাগাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য, সূর্যকে জাগিয়ে দাও!

অধ্যায় দেখুন কপি




গীত 108:2
7 ক্রস রেফারেন্স  

আমি গানের দ্বারা তোমার নাম প্রশংসা করব এবং ধন্যবাদ দ্বারা তাঁর মহিমা করব।


গান গাও, ডম্ফ বাজাও, নেবল সাথে মনোহর বীণা বাজাও।


আমার সম্মানিত হৃদয় জেগে ওঠ; নেবল ও বীণা জেগে ওঠ; আমি ভোরে ঘুম থেকে উঠব।


বীণার সাথে সদাপ্রভুুকে ধন্যবাদ দাও; দশটি তারের বাদ্যযন্ত্রের সঙ্গে তাঁর প্রশংসা কর।


আশীর্বাদ কর তাঁর সব সৃষ্টির ওপর তাঁর রাজ্যের সব জায়গায়; আমার প্রাণকে আশীর্বাদ কর সদাপ্রভুু।


দবোরে, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, জাগ্রত হও, গান গাও; বারক, উঠ, অবীনোয়মের ছেলে, তোমার বন্দিদেরকে বন্দি কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন