গীত 107:38 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী38 তিনি তাদেরকে আশীর্বাদ করেন, তাই তারা অনেক বৃদ্ধি পায় এবং তিনি তাদের পশুদেরকে কমতে দেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তিনি তাদেরকে দোয়া করেন, তাই তারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাদের পশুদের হ্রাস পেতে দেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 তিনি তাদের আশীর্বাদ করলেন আর তাদের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেল, আর তিনি তাদের পশুপাল কমতে দিলেন না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 তাঁর আশীর্বাদে অতি বর্ধিষ্ণু হয় তারা, তাদের পশুপালের ক্ষয় হতে দেন না তিনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তিনি তাহাদিগকে আশীর্ব্বাদ করেন, তাই তাহারা অতিশয় বৃদ্ধি পায়, এবং তিনি তাহাদের পশুগণকে হ্রাস পাইতে দেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 ঈশ্বর ওদের আশীর্বাদ করলেন, ওদের পরিবার বেড়ে উঠতে লাগলো। ওদের বহুবিধ গৃহপালিত পশু হলো। অধ্যায় দেখুন |