গীত 107:29 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী29 তিনি ঝড়কে শান্ত করলেন এবং ঢেউ থেমে গেল অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 তিনি ঝড় প্রশমিত করেন; তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 তাঁর আদেশে ঝড় শান্ত হল; সমুদ্রের ঢেউ নিস্তব্ধ হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তিনি প্রশমিত করেন ঝড়ের তাণ্ডব, শান্ত হয় সাগর তরঙ্গ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 তিনি ঝটিকা প্রশমিত করেন; তাহাতে জলরাশির তরঙ্গ সকল নিস্তব্ধ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 ঈশ্বর ঝড় থামিয়ে দিয়েছিলেন। তিনি সমুদ্রকে শান্ত করে দিয়েছিলেন। অধ্যায় দেখুন |