গীত 106:33 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 তারা তাঁকে তিক্ত করল এবং তিনি বেপরোয়াভাবে বললেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 কেননা তারা তাঁর রূহের বিরুদ্ধে বিদ্রোহী হল, আর উনি তাদের ওষ্ঠাধরে অবিবেচনার কথা বললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 কেননা তারা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে বিদ্রোহ করল, আর তাই বেপরোয়া কথা মোশির মুখে উচ্চারিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 কারণ তারা মোশির অন্তর তিক্ত-বিরক্ত করে তুলেছিল, তাই তাঁর মুখে উচ্চারিত হয়েছিল অনুচিত বাক্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 কেননা তাহারা তাঁহার আত্মার বিরুদ্ধে বিদ্রোহী হইল, আর উনি আপন ওষ্ঠাধরে অবিবেচনার কথা কহিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 কারণ ওই লোকরা মোশিকে ভীষণ বিমর্ষ করে তুলল এবং সে কিছু চিন্তা-ভাবনা না করেই কথা বলল। অধ্যায় দেখুন |