গীত 105:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 তোমরা আব্রাহামের বংশ তাঁর দাস, তোমরা যাকোবের লোক, তাঁর মনোনীতরা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশ, হে ইয়াকুবের সন্তানেরা, তাঁর মনোনীত লোকেরা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তোমরা তাঁর দাস, হে অব্রাহামের বংশধরেরা, তাঁর মনোনীত লোকেরা, হে যাকোবের সন্তানেরা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তোমরা স্মরণ কর তাঁর অভিনব কীর্তির কথা, স্মরণ কর তাঁর অলৌকিক কার্যাবলী, স্মরণ কর তাঁর মুখনিঃসৃত অনুশাসনমালা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 হে তাঁহার দাস অব্রাহামের বংশ, হে যাকোবের সন্তানগণ, তাঁহার মনোনীত লোকেরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তোমরা তাঁর দাস অব্রাহামের উত্তরপুরুষ। তোমরা যাকোবের উত্তরপুরুষ যাদের ঈশ্বর বেছে নিয়েছিলেন। অধ্যায় দেখুন |