গীত 105:45 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী45 যাতে তারা তাঁর বিধি এবং ব্যবস্থা মেনে চলে। সদাপ্রভুুর প্রশংসা কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 যেন তারা তাঁর সমস্ত বিধি পালন করে, তাঁর ব্যবস্থা রক্ষা করে। মাবুদের প্রশংসা হোক! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 যেন তারা তাঁর অনুশাসন পালন করে এবং তাঁর বিধিনিয়ম মেনে চলে। সদাপ্রভুর প্রশংসা করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 যেন তারা পালন করে তাঁর অনুশাসন, মেনে চলে তাঁর বিধান। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 যেন তাহারা তাঁহার বিধি সকল পালন করে, তাঁহার ব্যবস্থা রক্ষা করে। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 কেন ঈশ্বর এইসব করলেন? যাতে তাঁর লোকরা তাঁর বিধি মান্য করে। যাতে তারা তাঁর শিক্ষামালাসমূহ সতর্কতার সঙ্গে পালন করে। প্রভুর প্রশংসা কর! অধ্যায় দেখুন |