গীত 105:31 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী31 তিনি বললেন এবং মাছির ঝাঁক এল এবং ডাঁশ-মশা সারা দেশের মধ্যে এল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তিনি বললেন, আর ডাঁশ মাছির ঝাঁক এল, পিশুরা এল ওদের সমস্ত অঞ্চলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 তিনি কথা বললেন, আর ঝাঁকে ঝাঁকে মাছি এল, আর সারা দেশ ডাঁশ-মশায় ভর্তি হয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তাঁর আজ্ঞায় ছুটে এল ঝাঁকেঝাঁকে দংশক, মাছি ও মশা ভরে গেল তাদের সমস্ত অঞ্চল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তিনি বলিলেন, আর দংশকের ঝাঁক আসিল, পিশুগণ উহাদের সমস্ত অঞ্চলে আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 ঈশ্বর আজ্ঞা দিলেন, উকুন ও মাছিরা উড়ে এলো। তারা দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ল! অধ্যায় দেখুন |