গীত 105:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তিনি কোন মানুষকে তাদের ওপর জুলুম করতে দিতেন না; তাদের জন্য রাজাদের শাস্তি দিতেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তিনি কোন মানুষকে তাদের প্রতি জুলুম করতে দিতেন না, বরং তাদের জন্য বাদশাহ্দেরকে অনুযোগ করতেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দেননি; তাদের সুবিধার্থে তিনি রাজাদের তিরস্কার করলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তিনি কাউকে তাদের উপর অত্যাচার করতে দিতেন না, বরং তাদের কারণে নৃপতিদের করতেন তিরস্কার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি কোন মনুষ্যকে তাহাদের প্রতি উপদ্রব করিতে দিতেন না, বরং তাহাদের জন্য রাজগণকে অনুযোগ করিতেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 কিন্তু ঈশ্বর লোকদের ওদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেন নি। ঈশ্বর রাজাদের সাবধান করে দিয়েছিলেন যে ওদের কোন ক্ষতি করা চলবে না। অধ্যায় দেখুন |