গীত 104:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 পর্বতেরা উঁচু হল, সমতল নিচু হল এবং উপত্যকা ছড়িয়ে পড়ল সেই জায়গায় যেখানে তুমি জলের জন্য নিযুক্ত করেছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 পর্বতমালা উঁচু হল, উপত্যকা নিম্ন হল, তুমি পানির জন্য যে স্থান প্রস্তুত করেছিলে, পানি সেখানে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 জলধি পর্বতগুলির উপর দিয়ে প্রবাহিত হল, তা উপত্যকায় নেমে গেল, এবং তার নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 অপসৃত হল জলরাশি পর্বতের উপর থেকে, প্রবাহিত হল নিম্নভূমিতে, যেখানে তুমি নির্দিষ্ট করেছিলে তার স্থান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 পর্ব্বতগণ উচ্চ হইল, সমস্থলী নিম্ন হইল, তুমি জলের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছিলে, জল তথায় গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সেই জলরাশি পর্বতসমূহ থেকে বয়ে গিয়ে পড়েছিলো উপত্যকার মধ্যে এবং তারপর তার জন্য যে নির্দিষ্ট জায়গা আপনি তৈরী করেছিলেন সেখানে ঝরে পড়েছিলো। অধ্যায় দেখুন |