গীত 104:34 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক; আমি সদাপ্রভুুতে আনন্দ করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক; আমি মাবুদে আনন্দ করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়, কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 আমার চিত্তের ধ্যান গ্রাহ্য হোক তাঁর দৃষ্টিতে, প্রভু পরমেশ্বরই আমার আনন্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তাঁহার কাছে আমার ধ্যান মধুর হউক; আমি সদাপ্রভুতে আনন্দ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 আমি যা বলেছি, তা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে। প্রভুর সঙ্গ লাভ করে আমি খুশী। অধ্যায় দেখুন |