গীত 104:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 পাখিরা সেখানে বাসা বাঁধে। সারস দেবদারু গাছে তার ঘর তৈরী করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তার মধ্যে ছোট পাখিরা বাসা করে; দেবদারু গাছ হাড়গিলার বাসস্থান। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সেখানে পাখিরা তাদের বাসা বানিয়েছে; সারস পাখি চিরসবুজ গাছে বসবাস করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাদের মাঝে পাখিরা বাঁধে বাসা, দেবদারু বৃক্ষে ক্রৌঞ্চ মিথুন বাঁধে নীড়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষিগণ বাসা করে; দেবদারু বৃক্ষ হাড়গিলার বাটী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ওই গাছগুলোতে চড়ুই থেকে শুরু করে সারস পর্যন্ত সব পাখি বাসা করেছে। অধ্যায় দেখুন |