গীত 104:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 মহিমান্বিত কর সদাপ্রভুুর, আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর, তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক এবং মহত্বের পোশাক পড়ে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর। হে মাবুদ, আমার আল্লাহ্, তুমি অতি মহান; তুমি গৌরব ও মহিমা পরিহিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান; তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, ধন্যবাদ কর তাঁর, হে প্রভু পরমেশ্বর, আমার ঈশ্বর, তুমি সুমহান্ গৌরব ও প্রতাপে তুমি সুশোভিত, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি অতি মহান; তুমি প্রভা ও প্রতাপ পরিহিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত। অধ্যায় দেখুন |