গীত 102:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 আমি প্রান্তরের জলচর পাখির মতো ধ্বংসের মধ্যে আমি পেঁচার মতো হয়েছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আমি মরুভূমিস্থ মরু-পেঁচার মত হয়েছি, উৎসন্ন স্থানের ক্ষুদ্র পেঁচার সমান হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমি মরুভূমির প্যাঁচার মতো, ধ্বংসের মাঝে প্যাঁচার মতো হয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আমি যেন আজ মরুপ্রান্তরের শকুনের মত, পরিত্যক্ত নির্জন স্থানের পেচকের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি প্রান্তরস্থ পানিভেলার তুল্য হইয়াছি, উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 আমি একটি ধ্বংসস্তূপের মধ্যে বাস করা পেঁচার মত নিঃসঙ্গ। ধ্বংসাবশিষ্ট অট্টালিকায় আমি একা পেঁচার মত বাস করছি। অধ্যায় দেখুন |