গীত 10:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 সে গ্রামের কাছে ওৎ পেতে অপেক্ষা করে; গোপন জায়গায় সে নির্দোষদের হত্যা করে; তার চোখ কিছু অসহায়দের শিকারের জন্য তাকিয়ে থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 সে গ্রামের গুপ্ত স্থানে বসে থাকে, নিভৃত স্থানে নির্বোধকে খুন করে; তার চোখ এতিমকে ধরবার জন্য লুকিয়ে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সে গ্রামের অদূরে লুকিয়ে অপেক্ষা করে; আড়াল থেকে নির্দোষকে হত্যা করে। গোপনে তার চোখ অসহায়দের অনুসন্ধান করে; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 লোকালয়ের কাছে সঙ্গোপনে ওৎ পেতে থাকে সে, নিরালায় হত্যা করে নিরীহ মানুষকে, গোপনে লক্ষ্য রাখে অসহায় মানুষের দিকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দ্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে। তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে। নির্দোষ লোকদের ওরা হত্যা করে। অধ্যায় দেখুন |