Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গালাতীয় 5:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 অল্প খামির সুজীর সমস্ত তাল খামিরে পরিপূর্ণ করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 অল্প খামি ময়দার সমস্ত তালটিকে ফাঁপিয়ে তোলে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 একটুখানি খামির সমস্ত ময়দার তালকে গাঁজিয়ে তোলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সাবধান হও! “সামান্য একটু খামির গোটা ময়দার তালকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে!”

অধ্যায় দেখুন কপি




গালাতীয় 5:9
9 ক্রস রেফারেন্স  

ভ্রান্ত হয়ো না, কুসংস্কার শিষ্টাচার নষ্ট করে।


পরে তিনি তাদেরকে আজ্ঞা দিয়ে বললেন, তোমরা ফরীশীদের তাড়ীর বিষয়ে ও হেরোদের খামিরের বিষয়ে সতর্ক থেকো।


তা এমন খামির মত, যা কোনো স্ত্রীলোক নিয়ে ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিরে পূর্ণ হয়ে উঠল।”


এর মধ্যে হাজার হাজার লোক সমবেত হয়ে একজন অন্যের উপর পড়তে লাগল, তখন তিনি তাঁর শিষ্যদের বলতে লাগলেন, “তোমরা ফরীশীদের খামির থেকে সাবধান থাক, তা ভণ্ডামি।


তাদের কথাবার্তা পচা ঘায়ের মতো, যা আরো দিনের দিনের ক্ষয় করবে। হুমিনায় ও ফিলীতও তাদের মধ্য আছে।


হে সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদন্ড এড়াবে?


তিনি তাদের আর এক গল্প বললেন, স্বর্গরাজ্য এমন খামির সমান, যা কোন স্ত্রীলোক নিয়ে অনেক ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিতে পূর্ণ হয়ে উঠল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন