গালাতীয় 3:4 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করেছ, যদি প্রকৃত পক্ষে বৃথা হয়ে থাকে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করেছ? আমি আশা করি তা বৃথা যাবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তোমরা কি বৃথাই এত কষ্টভোগ করেছ—যদি তা প্রকৃতই বৃথা হয়ে থাকে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 এত দুঃখকষ্ট কি বৃথাই ভোগ করলে? হয়তো বৃথাই! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়াছ—যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমরা কি বৃথাই এত রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছ? আমি আশা করি তা বৃথা হবে না। অধ্যায় দেখুন |