Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গণনা পুস্তক 7:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 তিনি পাপার্থক বলির জন্য এক ছাগ দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 পাপার্থক বলির জন্য একটি ছাগল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 পাপার্থক বলিদানের জন্য এক ছাগ;

অধ্যায় দেখুন কপি




গণনা পুস্তক 7:16
3 ক্রস রেফারেন্স  

তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।


পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।


তিনি হোমবলির জন্য একটি বলদ শাবক, একটি ভেড়া, এক বছরের একটি পুরুষ ভেড়া দিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন